নতুন পোস্ট
Loading...

Friday, March 6, 2015

14.99 ডলার মূল্যের একটি দারুন ও প্রফ্রেশনাল এন্ড্রয়েড এপ্স। আপনার ফোন রাখুন নিরাপদে।

Be the first to comment!
পোস্ট   বার দেখা হয়েছে

আমি এখন আপনাদের সাথে একটি এন্ড্রয়েড এপ্স শেয়ার করব।
অবস্য এই এপ্সটি এর আগেও অনেকেই শেয়ার
করেছে হয়তো তবে আমার মত করে এর কার্যপদ্ধতি কেউ
বর্ননা করেছে বলে মনে হয় না। তাহলে চলুন প্রথমেই দেখেনিই
কি কি করতে পারবেন এই এপ্স দিয়ে।
প্রথমেই বলছি এটি সম্পুর্ন প্রো- ভার্সন তাই এর
সর্বচ্চো ব্যবহার আপনারা করতে পারবেন
সাথে সারা জীবন বিনামূল্যে সরাসরি আপডেট
করতে পারবেন।
এন্টি ভাইরাস ও এন্টি ম্যলওয়ারের কাজ
করতে পারবেন।
ব্যাটারি সেভার হিসাবে ব্যবহার করতে পারবেন
টাক্সকিলার হিসাবে ব্যবহার করতে পারবেন
ইন্টারনেট সিকিউরুটি হিসাবে ব্যবহার
করতে পারবেন
আপনাকে কেউ টেক্সট মেসেজ বা ইমেইলের
মাধ্যমে ভাইরাস পাঠাতে পারবেনা
ক্যাস মেমোরী ক্লিন করতে পারবেন
আপনার ডাটা ইউজ দেখতে ও নিয়ন্ত্রন
করতে পারবেন
আন-ইনস্টলার হিসাবে ব্যবহার করতে পারবেন
এপ্স ব্যাকআপ নিতে পারবেন
কল ও মেসেজ ব্লকার হিসাবে ব্যবহার
করতে পারবেন
উইপার হিসাবে ব্যবহার করতে পারবেন
এপ্স লক করে রাখতে পারবেন
আমার সব থেকে ভালো লাগা ফিচার মূলত
যে কারনে আমি আপনাদের
সাথে এপ্সটা শেয়ার করেছি তা হল
এন্টি থেপ্ট- বা চোরের হাত থেকে আপনার
ফোন রক্ষা করতে পারবেন।
এখানে যেযে সুবিধা পাবেন তা হল…..
কেই আপনার ফোন চুরি করলে যে যে সিম ব্যবহার
করবে তার সিরিয়াল নম্বর ও অপারেটর নেম
আপনাকে ইমেইলে সয়ংক্রিয়
ভাবে পাঠিয়ে দিবে
পরপর যে কেউ ৩ বার আপনার ফোনে ভূল প্যাটার্ন
লক দিলে তার ছবি আপনাকে ইমেইলে সয়ংক্রিয়
ভাবে পাঠিয়ে দিবে তবে তার জন্য আপনার
সেটে ফ্রন্ট ক্যামেরা থাকতে হবে।
আপনি ইমেইলের মাধ্যমে আপনার
চুরি যাওয়া ফোনের অবস্হান মেপের
সাহায়ে পেয়ে যাবেন।
এবার চলুন বিস্তারিত জানি
এপ্স এর নাম- AVG AntiVirus Pro
Play Store এ এর মূল্য 14.99 ডলার
প্লে-স্টোর হতে কিনে নিতে  এখানে ক্লিক করুন
এপ্স টির সর্বশেষ ভার্ষন ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ( মিডিয়াফায়ার লিংক) ডাউনলোড 
ডাউনলোড করেছেন তাহলে এবার ইনস্টল করে ফেলুন………..
কি করে ইনস্টল করবেন তা নিশ্চই দেখাতে হবে না। ইনস্টল হয়ে গেলে এপ্সটি ওপেন করুন

এপ্সটি ওপেন করলে একটিভ করতে বলবে চিত্রে দেখানো যায়গায় ক্লিক করে একটিভ করুন
এবার নিচের মত দেখতে পাবেন। যেহেতু আমি এই এপ্সটির এন্টি থেফ্ট এর ব্যাপারে  বেশি জোড় দিয়েছি তাই এখন এন্টি থেফ্ট একটিভ করা দেখাব

উপরের চিত্রের ন্যায় এন্টি থেপ্ট লেখাতে চাপুন। এবার নিচের মত স্ক্রিন পাবেন..
এখানে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন


আপনি সফল ভাবে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন এন্টি থেফ্ট অপশনে নিচের মত মেনু পাবেন


এখানে ক্যামেরা ট্রাপ এ টিক দিয়ে রাখুন । এবং নিচে পাসওয়ার্ড অপসন হতে একটি পাস ওয়ার্ড দিন এই পাসওয়ার্ড কি কাজে লাগবে তা পরে বলব। এতে করে যে পরপর তিন বার আপনার ফোনে ভুল প্যাটার্ন বা পিন দিবে ক্যামেরা গোপনে তার ছবি তুলে আপনার দেয়া মেইলে পাঠিয়ে দিবে। উদাহরন হিসাবে নিচের চিত্র দেখতে পারেন…অমি অন্ধকারে ছিলাম তাই ছবি খুব ভালো আসেনি।
আর আপনার সিম চেন্জ করলে নিচের মত তথ্য আসবে। এখানে অপারেটর ও সিমের সিরিয়াল নম্বর পাবেন। যার মাধ্যমে সহজেই চোরকে ধরা যাবে।

এবার এন্টি থেপ্ট এর এডভান্স সেটিং এ ক্লিক করুন নিচের চিত্রের মত অপশন পাবেন।


এখন চিত্র ১ এর চিহ্নিত অপশনে টিক দিলে নিচের চিত্র ২ এর মত অপশন পাবেন এখানে একটিভে ক্লিক করে রাখুন। এর ফলে আপনার এপ্স সহজে কেউ আনইনস্টল করতে পারবেনা ও এপ্স সম্পুর্ন সফল ভাবে তার কাজ চালাতে পারবে।
আপনার এন্টিথেফ্ট একটিভেশন সফল ভাবে সম্পন্ন হল।
পোষ্টের এক যায়গায় পাসওয়ার্ড দিতে বলেছিলাম চলুন এবার দেখি কি হবে এই পাসওয়ার্ড দিয়ে।
যদি আপনার ফোন হারিয়ে যায় তো আপনি এই পাসওয়ার্ড দিয়ে মেইল বা মেসেজের মাধ্যমেঃ
আপনার ফোনের এলার্ট মুড অন করতে পারবেনআপনার ফোন এখন কোথায় আছে বা সর্বশেষ কোন স্হানে ওই ফোন ব্যবহার করা হয়েছিল তা জানতে পারবেনআপনার ফোনের সকল ডাটা মুছে দিতে পারবেন
আপনি যখন ই মেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তখন ওই মেইলে আপনাকে বিস্তারিত জানানো হবে কিভাবে আপনি উপরের কাজ গুলো করতে পারবেন।
এপ্সটির অন্যান্ন যেসব সুবিধার কথা বলা হয়েছে তা এপ্সটির পারফমেন্স অপশনে পাবেন। আশাকরি ওগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন
আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই।
COLLECTED


Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment