নতুন পোস্ট
Loading...

Tuesday, March 3, 2015

কম্পিউটার বন্ধে দেরি হচ্ছে?

Be the first to comment!
পোস্ট   বার দেখা হয়েছে

কাজ শেষে কম্পিউটার বন্ধ (শাট ডাউন) করছেন কিন্তু বন্ধ হতে বেশি সময় নিচ্ছে। সাধারণত কম্পিউটার দ্রুতই বন্ধ হয়ে থাকে। কখনো দেখা যায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে কম্পিউটার বন্ধ হতে। কম্পিউটারের র্যা মে ডেটা মাত্রাতিরিক্ত হয়ে (ওভারফ্লো) পেজ ফাইলে নতুন ডেটা তৈরি করে এবং সেটি হার্ডডিস্ক ড্রাইভে অবস্থান নেয়। ফলে শাট ডাউন হতে সময় বেশি নেয়। যদি এটা শাট ডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কম্পিউটার বন্ধ হবে স্বাভাবিক সময়ের মধ্যেই।
শাট ডাউনের গতি দ্রুত করতে স্টার্ট মেনু Run চালু করুন। এখানে regedit.exe লিখে এন্টার করুন। এবার HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM-এ গিয়ে CurrentControlSet-এ যান। এখানে Control থেকে Session Manager-এ ক্লিক করে Memory Management খুলুন। ডান পাশের তালিকা থেকে ClearPageFileAtShutdown-এ দুই ক্লিক করে খুলুন। এখানে Value Data ঘরে যদি ১ থাকে তাহলে সেটিকে মুছে ০ (শূন্য) লিখে ওকে করুন। যদি ০ থাকে তাহলে শুধু ওকে করে বের হয়ে আসুন। জেনে রাখা ভালো, পেজ ফাইল কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারগুলো প্রদর্শন করে। তাই বুঝে-শুনে কাজ করতে হয়। এ ক্ষেত্রে অন্য কোনো কাজ না করে সি-ক্লিনার সফটওয়্যার দিয়ে রেজিস্ট্রি এডিটর ক্লিন করে নিলে ভালো ফল পাওয়া যায়।সূত্রঃ প্রথম আলো

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment